মধ্যপ্রাচ্য

ট্রাম্পের সৌদি আরব সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে এ চুক্তি স্বাক্ষরিত হবে। শুক্রবার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে এ সফরে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স জানান, এই অস্ত্র চুক্তি এক দশকে ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এসব অস্ত্র দিয়ে সৌদি আরব নিজেদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। তিনি বলেন, আমরা বেশ কয়েকটি চুক্তিতে একমত হওয়ার শেষ পর্যায়ে আছি। প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প। ১৯ মে সৌদি আরব ত্যাগ করবেন তিনি।
এর আগে গত সপ্তাহে রয়টার্স এক খবরে জানিয়েছিল, ট্রাম্পের সফরে একাধিক অস্ত্র বিক্রির চুক্তির জন্য ওয়াশিংটন সৌদি আরবের ওপর চাপ দিচ্ছে। বেশ কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে ট্রাম্পের সফরে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের শেষ দিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে আনে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি অভিযানে বেসামরিক নাগরিকের মৃত্যুর কারণে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছিল ওবামা প্রশাসন।
সৌদি আরবের অস্ত্র সরবরাহকারীদের মধ্যে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাস্ট্র। সম্প্রতি সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৫ যুদ্ধবিমান থেকে শুরু করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম কিনেছেন। যার আর্থিক মূল্য ছিল কয়েক বিলিয়ন ডলার। 
সূত্র: দ্য গার্ডিয়ান।