নিউইয়র্ক

২রা মার্চ বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ঘোষণার দিন--এডভোকেট বেলাল

আয়েশা আকতার রুবী,বাপসনিঊজ:১৯৭১ সালের ২রা মার্চ স্বাধীনতা সংগ্রামের মাইল ফলক। এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জে এস ডি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ২রা মার্চ সোমবার বিকেল ৩ টায় লক্ষ্মীপুর শহরস্থ আহমদ ম্যানসনের ৪র্থ তলায় জেলা জে এস ডি কার্যালয়ে জেলা সভাপতি  জগদীশ চন্দ্র সাহা পঞ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জে এস ডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল, বক্তব্য রাখেন জেলা জে এস ডি নেতা  আবুল হাসেম মোলা, হারুন-অর রশিদ মাস্টার, সিরাজুল ইসলাম সিরাজ, আকবর হোসেন, অধ্য শাহাদাত হোসেন, হাজী মাহফুজুর রহমান লাতু, জহির উদ্দিন, মারফত উল্যাহ মিয়া, আবদুল বাতেন মাহমুদ, জিললুর রহিম, সামছুদ্দীন, যুবনেতা  জাকির হোসেন নান্টু প্রমুখ নেতৃবৃন্দ। খবর বাপসনিঊজ.প্রধান বক্তা এডভোকেট বেলাল বলেন, হাজার বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীনতাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ অর্জন। নিরবচ্ছিন্ন সংগ্রাম-আন্দোলন আর আত্মত্যাগের ফসল হচ্ছে স্বাধীনতা। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস “জাতি রাষ্ট্র” বাংলাদেশ প্রতিষ্ঠায় কতগুলো দিন ২রা মার্চ- স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ- স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস, ৭ই মার্চ- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশেষত্ব লাভ করেছে। এমনি একটি উলেলখযোগ্য ঐতিহাসিক দিন হচ্ছে ১৯৭১ সালের ২রা মার্চ। এই দিনটি হচ্ছে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের দিক নিদের্শনা এবং পাকিস্তান নামক রাষ্ট্রকে অস্বীকার করে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ঘোষণার দিন। জাতীয় রাজনৈতিক নেতৃত্ব যখন দোদুল্যমান, জাতি যখন দিকনির্দেশনাহীন তখন স্বাধীনতা উম্মুখ সমগ্র জাতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে “স্বাধীন বাংলা নিউকিয়াসের সিদ্ধান্তে” তৎকালীন ডাকসু’র ভিপি  আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ল ল জনতার সমুদ্রে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। যার মাধ্যমে সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিত রচিত হয়। তাই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জোর দাবী জানাচ্ছি।