নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারের সপরিবারে করোনা জয়ের গল্প!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে বাংলাদেশিদের নাম ।একেকজন করোনায় প্রাণ হারাচ্ছেন, শোক গ্রাস করছে পুরো পরিবারকে, পুরো কমিউনিটিকে।

এই আতংক আর শোকের মাঝে মিলল অবাক করা নতুন এক গল্প।জুয়েল মাহবুবুর বাংলাদেশ-আমেরিকান এনওয়াইপিডি পুলিশ অফিসার। কর্মরত অবস্থায় হলেন করোনা আক্রান্ত। অন্যদিকে পৃথিবীতে আসবে নতুন অতিথি। সেই সুখের মুহূর্তে ঘটল অঘটন। নিজের ভাইরাসে নিয়ে যখন আতঙ্কে তখন করোনায় আক্রান্ত হলেন তাঁর প্রিয়তমা স্ত্রী ও নতুন অতিথির মামা।
 
ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন কিন্তু তখনও জীবনের সবকিছু উলট-পালট। কারণ করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রী নতুন অতিথিকে বাঁচাতে হাসপাতালে ভর্তি। দিন যায় রাত আসে কিন্তু আতঙ্ক আর উৎকণ্ঠায় পুরো পরিবার। স্ত্রী একদিকে, মামা এক দিকে, আর আগামীর পৃথিবী আরেকদিকে। করোনার সঙ্গে যুদ্ধ অপরদিকে স্রষ্টার কাছে চলছে প্রার্থনা।শেষমেশ সেটাই জন্য সত্যি হলো!
 
নিউইয়র্কের ব্রঙ্কস নর্থ হাসপাতালে নতুন অতিথি পৃথিবীর আলোর মুখ দেখলো, মাও করোনামুক্ত হলেন সঙ্গে বাবা। নতুন অতিথির মামার অবস্থাও উন্নতির দিকে। রচিত হলো করোনা যুদ্ধের মাঝে নতুন এক ইতিহাস। মরণঘাতি করোনা জয়ের নতুন এক গল্প।

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই