নিউইয়র্ক

টেক্সাসে ফের বিপজ্জনকভাবে বাড়ছে করোনাঃ গভর্নর


টেক্সাসে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত খুব বিপজ্জনক মোড় নিয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট করোনাবিষয়ক এই পরিস্থিতির কথা জানিয়ে সতর্ক করেছেন। 

রোববার গভর্নর অ্যাবোট বলেন, কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনায় সংক্রমিত মানুষের গড় ২ হাজার থেকে বেড়ে ৫ হাজারের বেশি দেখা যাচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, এখন দিনে প্রায় ৫ হাজার মানুষ করোনার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে।

টেক্সাস অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে তা নিয়ে খোদ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পর্যন্ত কথা বলেছেন। তিনি জানান, টেক্সাসে কোভিড-১৯ পরীক্ষার জন্য অতিরিক্ত সংখ্যক কিট দেওয়া হবে। যত দিন প্রয়োজন হবে, তত দিন পর্যন্ত তা দেওয়া হবে। 

একই সঙ্গে টেক্সাসের বাসিন্দাদের মাস্ক পরতে বলেছেন মাইক পেন্স। লকডাউন শিথিল করার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় করোনার সংক্রমণ বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ