নিউইয়র্ক

বাহামায় আঘাত করে ফ্লোরিডায় ধেয়ে যাচ্ছে হারিকেন ইসাইয়াস


শক্তিশালী হারিকেন ইসাইয়াস শনিবার (১ আগস্ট) ভোরে বাহামার অ্যান্ড্রোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসসহ আঘাত করেছে। রবিবার (২ আগস্ট) হারিকেনটি ফ্লোরিডায় আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বাহামা দ্বীপের ওপর দিয়ে ৭৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় দ্বীপের পূর্ব দিকসহ বাহামার নতুন প্রভিডেন্স দ্বীপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তীব্র ঝড়ে বিদ্যুতের লাইনের ক্ষতি হয়েছে ও  গাছপালা উপড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, বাহামা দ্বীপে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। হারিকেন মোকাবেলায় সেখানের বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সাপ্লাই স্টোর ও দোকানগুলিতে আগেভাগেই ভিড় জমিয়েছে। 

দেশটির জাতীয় হারিকেন সেন্টার থেকে জানানো হয়েছে রবিবার সকালে ফ্লোরিডাতেও এক মাত্রার হারিকেন আঘাত হানতে পারে। পাশাপাশি বাহামা ও ফ্লোরিডার উপকূলীয় এলাকাগুলোতে পানি ৫ থেকে ৬ ফুট বেড়ে যেতে পারে।   

এলএ/বাংলাটাইমস/ওএম