নিউইয়র্ক

ফ্লোরিডাকে চোখ রাঙাচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইসাইয়াস


টার্কস, কাইকেস এবং বাহামা দ্বীপপুঞ্জে তীব্র আঘাতের পর এবার ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ইসাইয়াস। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি রবিবার (২ আগস্ট) শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলগুলোতে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ইসাইয়াস মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরে আঘাত হানা নবমতম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়।


টার্কস,কাইকেস ও বাহামা দ্বীপপুঞ্জে আঘাতের পর হারিকেন ইসাইয়াস শক্তি হারিয়ে সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও সতর্ক রয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন দেসান্তিস। তিনি জানান, ইসাইয়াস শক্তি হারালেও এটিকে মোটেও হালকাভাবে নেওয়া যাবে না। 

সেইসাথে ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি এক সপ্তাহের খাদ্য, পানীয় ও ওষুধ প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছেন।  

রাজ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পার্ক ও বিচ বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের ছিন্নমূল মানুষদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে বলা হয়েছে। ভাইরাস থেকে সতর্ক থাকতে ও আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।  


মহামারি করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা অন্যতম। ক্যালিফোর্নিয়ার পর ফ্লোরিডাতেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ইসাইয়াসের প্রভাবে করোনাভাইরাস এর টেস্টিং সেন্টারগুলোও বন্ধ করে দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।  


রবিবার সকালে ঝড়টি ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বাতাস ও ভারী বর্ষণের মাধ্যমে আঘাত করেছে আটলান্টিক উপকূলে। এখন পর্যন্ত ইসাইয়াসের আঘাতে গাছ ,ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ডোমিনিকান রিপাবলিকান ও পুয়ের্তো রিকোতে বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে। ঝড়ে দুইজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।


এলএ/বাংলা টাইমস/ওএম