নিউইয়র্ক

ক্যালিফোর্নিয়ায় তথ্য জালিয়াতি করে প্রণোদনার অর্থ উত্তোলন, নারী গ্রেফতার

ক্যালিফোর্নিয়ায় আরেকজনের তথ্য চুরি করে ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ইডিডি কার্ড ব্যবহার করে ৫ লাখ ডলার উত্তোলন করায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

কিরক-কনেল (৩২) নামের ওই নারী মৃত কিংবা কারাগারে আটক এমন আটজনের তথ্য ব্যবহার করে ইডিডি কার্ডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, প্রতারণার সাথে যুক্ত ওই নারী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব তথ্য সে ডার্ক ওয়েব থেকে কিনেছে। এই নারীর সাথে আরো বেশ কয়েকজন সম্পৃক্ত রয়েছে। 


ইউএস এটর্নি সূত্র জানায়, আটক নারীর বিরুদ্ধে ভুয়া তথ্য ব্যবহার করে আটটি ডেবিট কার্ড দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এর জন্য বেশ কয়েকবছর কারাগারে থাকতে হতে পারে ওই নারীকে। 
পুলিশ জানায়, ৫ লাখ ডলারের মধ্যে প্রায় ৩ লাখ ডলার ওই নারী খরচ করে ফেলেছেন বলে জানা গেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের গ্রেফতারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 


সম্প্রতি করোনাভাইরাসের কারণে কর্মহীনদের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রণোদনা পাচ্ছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। এই সুযোগে তথ্য জালিয়াতি করে প্রণোদনা পাওয়ার আবেদন বেড়ে গেছে, অন্য আরেকজনের তথ্য ব্যবহার করে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে প্রণোদনার অর্থ। 

এর আগে, ইডিডি কার্ড ব্যবহার করে অর্থ জালিয়াতির অভিযোগে ক্যালিফোর্নিয়া ও অরেঞ্জ কাউন্টি থেকে বেশ কয়েকজন প্রতারককে আটক করেছে পুলিশ। 


এলএবাংলাটাইমস /ওএম