নিউইয়র্ক সিটির পেন স্টেশনে পাওয়া নবজাতক শিশুর মা অবশেষে শনাক্ত ও গ্রেপ্তার হয়েছেন। ৩০ বছর বয়সী আসা দিয়াওয়ারা নামে ওই নারীকে বুধবার ভোরে কুইন্স এলাকায় খুঁজে পায় পুলিশ। তাকে শিশুকে পরিত্যাগ এবং শিশুর জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দিয়াওয়ারাকে বুধবার আদালতে তোলা হবে।
ঘটনাটি ঘটে সোমবার সকালে, যখন একজন অজ্ঞাত সূত্র থেকে ফোন পেয়ে পুলিশ ওয়েস্ট ৩৪তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে পেন স্টেশনে যায়। তারা দেখতে পায়, একটি নবজাতক মেয়ে শিশুকে কম্বলে মোড়ানো অবস্থায় রেলস্টেশনের সিঁড়ির নিচে ফেলে রাখা হয়েছে। পরে পুলিশ শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, যেখানে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটি ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো ঘটনাটিকে ‘মিরাকল অন ৩৪থ স্ট্রিট’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এফডিএনওয়াই এবং এনওয়াইপিডি দ্রুত সাড়া দিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। আমরা কৃতজ্ঞ যে শিশুটি এখন নিরাপদ আছে।”
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শিশুটির মা আসা দিয়াওয়ারা পেন স্টেশনের বাইরে ছিলেন। উল্লেখযোগ্য যে, নিউইয়র্কে বিদ্যমান ‘সেফ হ্যাভেন আইন’ অনুযায়ী, যে কোনো অভিভাবক ৩০ দিনের কম বয়সী নবজাতক শিশুকে নিরাপদ স্থানে — যেমন হাসপাতাল, পুলিশ স্টেশন বা ফায়ার স্টেশনে — আইনি ও বেনামে রেখে যেতে পারেন। এছাড়া ‘সেফ হ্যাভেন বেবি বক্স’-এ শিশুকে রাখা সম্ভব, তবে কাউকে অবশ্যই জানাতে হয়। এই বিষয়ে সাহায্যের জন্য ১-৮৮৮-৫১০-বেবি হটলাইন চালু রয়েছে।
এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে শহরের সেফ হ্যাভেন আইন এবং অভিভাবকত্বের সামাজিক দায়বদ্ধতা। অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, আইনটি থাকা সত্ত্বেও অনেক অভিভাবক এখনো নিরাপদ উপায়ে সন্তান ত্যাগের পথ জানেন না, যা ভবিষ্যতে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নির্দেশ করে।
এলএবাংলাটাইমস/ওএম