সিলেট

সেবাপ্রাপ্তির বিষয়ে পাইলট প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার ‘হেল্থ সিস্টেম স্ট্রেন্দেনিং (এইচএসএস)’-এর আওতায় ফিজিক্যাল অ্যাসেসমেন্ট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা: মো: শাহাদাত হোসেন (রিপন), সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শরিফুল হাসান (কামাল), শুখেন্দু শেখর রায়, মোহাম্মদ মহিদুর রহমান, মধুসূদন চন্দ প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার” প্রদান করা হয়। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনলাইন স্কোর, রোগীর সন্তুষ্টি ও সরেজমিন জরিপ বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘হেল্থ সিস্টেম স্ট্রেন্দেনিং’ কার্যক্রম-এর অংশ এই ‘ফিজিক্যাল অ্যাসেসমেন্ট’। এ ধারাবাহিকতায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট বিভাগের মোট ৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর জরিপ চলছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে এ জরিপ চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব (স্বাস্থ্যসেবা) মো: সাইদুর রহমান বলেন, অনলাইনে ফরম পূরণ করে সেবাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিতে সরকার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের যে কোন স্থান থেকে অনলাইনে ফি পরিশোধ করে রোগীরা সেবা নেয়া, যে কোন স্থানে রোগী ট্রান্সফারের সুবিধা পাবেন। তখন আর হাসপাতালে গিয়ে অফলাইনে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে টিকিট কিনতে হবে না। ফলে জনগণের ভোগান্তি কমবে।

তিনি আরো বলেন, এন.আই.ডি-র রক্ষা কবচ ‘সুরক্ষা’-অ্যাপ্সের সাথে কথা বলে সমন্বয় করলে জনগণের এনআইডি’র গোপনীয়তা রক্ষা পাবে। তিনি ওসমানী হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে তৈরি ‘স্লাইড শো’ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তৃতায় ওসমানী পরিচালক বলেন, নানা ক্ষেত্রেই ওসমানী হাসপাতাল অনেক উন্নতি করেছে। এমনকি হাসপাতাল থেকে রেকর্ড ১৭ কোটি টাকা রাজস্ব আদায় হবে।

উল্লেখ্য, ২০২২ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে প্রথম পুরস্কার লাভ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস