টানা ৭ দিন ধরে রয়েছে সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেন্দ্রটির সংশ্লিষ্টরা বলছেন, জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের কাজ চলছে। এ জন্য এটি বন্ধ রয়েছে।
তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র একটি সূত্র জানায়, গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটির জন্য কেন্দ্রটি কয়েকদিন বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার (কাল) থেকে চালু হয়েছে। আজ শুক্রবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১১টা ৪৬ মিনিট থেকে জিপিএসবি ফিল্ডার পরিবর্তনের জন্য কেন্দ্রটি বন্ধ করা হয়। ওই দিন কাজ শেষে কেন্দ্রটি ফের চালুর জন্য প্রস্তুত করা হয়। কিন্তু গ্যাস-সংকট থাকায়, সেটি বন্ধ রাখা হয়েছে। এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৯০ থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। এদিকে টানা ৭ দিন বন্ধ থাকায় হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা চলাকালে জাতীয় গ্রিড থেকে সিলেট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তখন দিনে রাতে একাধিকবার লোডশেডিং করতে হয়েছে। মঙ্গলবার শেষ হয়েছে দুর্গোৎসব। বুধবার থেকে সিলেটে থেমে থেমে লোডশেডিং হচ্ছে।
পিডিবি সূত্র জানায়, সিলেট অঞ্চলে ২ শিফটে প্রায় দৈনিক ৬২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে এখন গরম কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা ১০০ মেগাওয়াটের মতো কমে এখন ৫২০ মেগাওয়াটে চলে আসছে। আর নতুন ফিল্ডার লাগানোয় ২২৫ মেগাওয়াট কেন্দ্রটি এখন ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জারজিসুর রহমান রনি বৃহস্পতিবার রাতে দৈনিক জালালাবাদকে বলেন- যান্ত্রিক ত্রুটি ও গ্যাস-সংকটের কারণে কেন্দ্রটি কিছুদিন বন্ধ ছিল। এখন যান্ত্রিক ত্রুটি এবং গ্যাস সংকট দূর হয়েছে। কেন্দ্রটি ফের চালু হলেও এখনো উৎপাদনে যেতে পারেনি। আজ শুক্রবার নাগাদ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস