সিলেট

শহীদ বুদ্ধিজীবী দিবসে উইমেনস জার্নালিস্ট ক্লাবের শ্রদ্ধা

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসে এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর, আলশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। একাত্তরে অকালে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম ও অনলাইন পত্রিকা সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী উক্ত বিবৃতিতে বলেন, বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদেরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। বাঙালি জাতিকে মেধাশূণ্য করে দাবিয়ে রাখার পরিকল্পনা করেছিলো পাকিস্তানি সেনাবাহিনী। এদেশীয় আলবদর-রাজাকাররা এসব হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলো। দেশমাতৃকার প্রতি আমাদের বীর শহীদদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস