সিলেট

যাদুকাটা নদী প্রতিবেশ সংকটাপন্ন

সুনামগঞ্জের সবচেয়ে বড় বালু মহাল যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বিলুপ্ত ঘোষণা এবং নদীকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে এবং সেই মোতাবেক ব্যবস্থাপনা গ্রহণ করতে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। মঙ্গলবার বেলা’র আইনজীবী অ্যাডভোকেট জাকিয়া সুলতানা স্বাক্ষরিত নোটিশ অব ডিমা- ফর জাষ্টিস’এ এসব কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে এই দুটি মহালের ইজারা প্রদান সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তিসহ ইজারা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিতের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, পাহাড়ী এই নদীর অস্তিত্ব সংকটে ফেলে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এছাড়াও নোটিশ অব ডিমা- ফর জাষ্টিস ভূমি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগ) পরিচালক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে। নোটিশ প্রেরণের ৭ দিনের মধ্যে উল্লিখিত সকলকে অবহিত করার অনুরোধ জানানো হয়। অন্যথায় বেলা’র পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস