সিলেটের সুরমা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। নগরীর রাস্তাঘাট থেকেও পানি সরে গেছে। তবে বেড়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে বেশ কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর তীরবর্তী মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে যাচ্ছেন। এদিকে বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যেসব স্থানে আবর্জনা জমেছিল, সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হবে। এদিকে কুশিয়ারা নদীতে পানি বেড়েছে। ফলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর তীরবর্তী মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে যাচ্ছেন। এদিকে বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, যেসব স্থানে আবর্জনা জমেছিল, সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হবে। এদিকে কুশিয়ারা নদীতে পানি বেড়েছে। ফলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস