আইটি

পৃথিবীর মতো অনেক গ্রহই আছে!

মহাশূন্যে ভেসে বেড়ানো বহু গ্রহেই থাকতে পারে পানির উৎস। অভ্যন্তরে সংরক্ষিত পানির কারণে

সেসব গ্রহ পৃথিবীর মতোই জীবনের স্পন্দনে ভরে উঠতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।

রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাদা বামন গ্রহে প্রচুর পরিমাণে

অক্সিজেন এবং হাইড্রোজেনের উপস্থিতি এমনটাই ধারণা দিয়েছে।

ক্যানারি আইসল্যান্ডে বসানো উইলিয়াম হার্শেল টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণে পৃথিবীতে প্রাপ্ত পানি

যে ইউনিক কোনো বিষয় না, তার প্রমাণ মিলেছে। ব্রিটেনের ওয়্যারউইক ইউনিভার্সিটিও একই দাবি

করেছে। এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পৃথিবীর পানি ব্যবস্থাপনার মতো অন্য গ্রহাণুতেও

একই ব্যবস্থাপনা থাকতে পারে।

এখন গবেষকরা চিন্তা করছেন কত দ্রুত এই সব গ্রহাণুতে পৃথিবীর ন্যায় পানি ব্যবস্থাপনা চালু করা

যায়। যাতে প্রাণের সঞ্চার হয় দ্রুত।

গবেষক রবার্টো রাড্ডির বলেন, সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী পৃথিবীর পানি ব্যবস্থাপনা সৃষ্টিতে পানি

সমৃদ্ধ ধূমকেতু এবং গ্রহাণুর প্রভাব রয়েছে বলে জানা গেছে।

পতনশীল সাদা বামন ধূমকেতুতে এক সময় পানি ছিল। যা আমাদের সাগর-মহাসাগরের ৩০ থেকে

৩৫ ভাগের সমান।

তার সহকর্মী বরিস জেনসিক বলেন, পৃথিবীর আশপাশের অনেক বামন গ্রহাণু বা ধূমকেতুতে প্রচুর

পরিমাণে হাইড্রোজেন রয়েছে। এ থেকে আমরা ধারণা পাচ্ছি যে, সৌর জগতের আশপাশে পানি

সমৃদ্ধ অনেক গ্রহ থাকতে পারে। সূত্র: এএফপি, এনডিটিভি