আইটি

৫০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

৫০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

শনিবার ইসরাইলের সাইবার ক্রাইম গোয়েন্দা সংস্থা হ্যাডসন রকের প্রধান অফিসার অ্যালন গাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হ্যাকারচক্র ফেসবুক ব্যবহারকারীর ফোন নাম্বারসহ অন্যান্য তথ্য ফাঁস করেছে যেগুলো অনলাইনে বিনামূল্যে বিক্রি করা হচ্ছে।

রয়টার্সকে তিনি বলেন, প্রকাশিত তথ্যগুলো ব্যবহার করে যে কেউ যে কারো ফেসবুকে প্রবেশ করতে পারবে। এ ধরনের তথ্য ফাঁস ফেসবুকের জন্য হুমকিস্বরূপ।

যদিও ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো পুরাতন যা ২০১৯ সালের। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি তাদের ভুল হিসাবে উল্লেখ করে।

গাল ফেসবুক ব্যবহারকারীদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ সম্পর্কে আরও সচেতন হওয়া উচিৎ বলে সতর্ক করেছেন। হ্যাকাররা এরকম আরও আক্রমণ চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।   এলএবাংলাটাইমস/এলআরটি/টি