আইটি

মাইক্রোসফট ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটের নতুন প্রতিদ্বন্দ্বি

ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগের সেতুবন্ধন হিসেবে গুগল ট্রান্সলেট সেবা দিয়ে আসছে কয়েক বছর ধরে। ডেস্কটপ পিসি বা ল্যাপটপে ওয়েবসাইট থেকে ব্যবহার করার সুবিধা ছাড়াও স্মার্টফোনের জন্য রয়েছে এর আলাদা অ্যাপ। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের এই সেবায় গুগল ট্রান্সলেটই এখন পর্যন্ত সবচেয়ে সফল হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। গুগলের দেখাদেখি আরও অনেকেই এমন সেবা নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। মাইক্রোসফট এর আগে তাদের ভিডিও চ্যাটিং সেবা স্কাইপে যুক্ত করেছে রিয়েল টাইমে ভাষান্তরের সুবিধা। এবারে স্কাইপের বাইরে এসে এক ভাষা থেকে অন্য ভাষায় টেক্সট বা অডিও রূপান্তরের জন্য পৃথক অ্যাপ অবমুক্ত করেছে তারা। মাইক্রোসফট ট্রান্সলেটর নামের এই অ্যাপ গত বৃহস্পতিবার অবমুক্ত করা হয়েছে। এর আগে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ডিভাইসের জন্য এই সেবা প্রদান করা হলেও অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এই প্রথম এমন কোনো অ্যাপ নিয়ে আসলো মাইক্রোসফট। স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে অ্যাপল স্মার্ট হাতঘড়ি এবং গুগলের অ্যান্ড্রয়েড ওয়ার-চালিত অন্যান্য স্মার্ট হাতঘড়িতে। এই অ্যাপ ইংরেজি, চাইনিজ, ফ্রেঞ্চ, হিব্রু, ইতালিয়ান, জাপানিজ, স্প্যানিশ, রাশিয়ানসহ গুরুত্বপূর্ণ ৫০টি ভাষার মধ্যে ভাষান্তরের কাজটি করতে পারে। টেক্সটের পাশাপাশি সরাসরি এতে এক ভাষায় কথা বলে তা অন্য ভাষায় ভাষান্তর করে নেওয়া যায়। গুগল ট্রান্সলেট এখন পর্যন্ত মাত্র ২৭টি ভাষা সমর্থন করে বলে মাইক্রোসফটের ৫০টি ভাষা সমর্থিত এই অ্যাপ দ্রুতই জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাছাড়া গুগল ট্রান্সলেট এখনও পর্যন্ত স্মার্ট হাতঘড়ির অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ওয়ারের জন্য অবমুক্ত করা হয়নি। এখানেও মাইক্রোসফট ট্রান্সলেটর এগিয়ে যেতে পারে স্মার্ট হাতঘড়ি ব্যবহারকারীদের কাছে। তাছাড়া যেকোনো ডিভাইসে মাইক্রোসফট ট্রান্সলেটর ব্যবহারের রেকর্ডগুলো ওই অ্যাকাউন্টের সকল ডিভাইসেই সিনক্রোনাইজ হয়ে যাবে। অ্যাপটিতে টেক্সট থেকে স্পিচে কিংবা স্পিচ থেকে টেক্সট মোডে দ্রুত সুইচ করা যায় এবং ভাষান্তর করা সংস্করণটি টেক্সট আকারে যেমন দেখা যায়, তেমনি সেটি পড়েও শোনাতে পারে অ্যাপটি। ভাষান্তর করা টেক্সট কপি করার সুযোগও রয়েছে। এসব ফিচার নিয়ে এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে ইতিবাচক মন্তব্য পেয়েছে মাইক্রোসফট ট্রান্সলেটর।