আইটি

দেশের ‘এন্ট্রি-লেভেল’ স্মার্টফোনের বাজারে ঝড় তুলবে রিয়েলমি’র ‘নোট ৫০’, টেক্কা দেবে ইনফিনিক্স এর ‘স্মার্ট ৮’ মোবাইলকে


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: তরুণদের জনপ্রিয় ও কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নতুন একটি এন্ট্রি-লেভেল ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। একই ধাঁচের স্মার্টফোনগুলোর জন্য এটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে জায়গা করে নেবে। রিয়েলমি ‘নোট ৫০’ বাজারে আসছে ‘লং-লাস্টিং ভ্যালু কিং’ তকমা নিয়ে, যেটি কি না বাজারের একই সেগমেন্টের মোবাইল ‘ইনফিনিক্স স্মার্ট ৮’ এর তুলনায় উন্নত মানের ও অধিক ফিচার সমৃদ্ধ।
রিয়েলমি এর ‘নোট ৫০’কে এ যাবৎকালে ‘ইনফিনিক্স স্মার্ট ৮’ এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। রিয়েলমি এর এই স্মার্টফোনটি ভাবা হচ্ছে- সর্বাধুনিক প্রযুক্তির সেরা স্মার্টফোন ও এটি ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দিতে সক্ষম। এই মোবাইলে রয়েছে- ‘ওয়াটার রেজিস্ট্যোন্স’, ‘ডিজাইন এক্সিলেন্স’, ‘প্রসেসিং স্পিড’-এর অসাধারণ সমন্বয়, যা প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন এর চেয়ে বিভিন্ন ফিচারে যোজন যোজন দূরত্ব।
স্টাইলিশ ও আল্ট্রা-স্লিম ডিজাইনের ‘রিয়েলমি নোট ৫০’ নিঃসন্দেহে ইনফিনিক্স এর এন্ট্রি-লেভেল এর স্মার্টফোনের চেয়ে অধিকতর ইঞ্জিনিয়ারিং নিপুণতা প্রদানে সক্ষম। এটির নান্দনিক ডিজাইন, আইপি৫৪ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ফোনের সুরক্ষা দেয়। এছাড়া- ‘নোট ৫০’ এর প্রসেসরও ইনফিনিক্স স্মার্ট ৮ এর উন্নত, যেটি টেকপ্রেমী গ্রাহকরা নিঃসন্দেহে গ্রহণ করবেন।
রিয়েলমি ব্র্যান্ডটির ‘নোট ৫০’ অন্য ব্র্যান্ডের তুলনায় অধিকতরও ভালো মানে প্রিমিয়াম প্রাইস পয়েন্টে গ্রাহকের পৌঁছে দিচ্ছে। ‘নোট ৫০’ ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ও প্রযুক্তিগত সেরা অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।   এলএবাংলা/এনএইচ