তারুণ্য

এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় কর্ম বাই গুগলের এইচআর মিটআপ

দেশের জনপ্রিয় তারুণ্যভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশ সহযোগিতায় আগামী ১৫ ও ১৬ই জুন অনলাইন মাধ্যমে প্রথমবারের মত এইচআর মিটআপ করবে অনলাইন জব পোর্টাল 'কর্ম বাই গুগল'।

দুদিনের এই আয়োজনে মোট ৬টি সেশনে বিভিন্ন প্রতিষ্ঠান সিএইচআরও, হেড অফ এইচআর, সিইও, মালিকপক্ষের লোকজন অংশ নেবেন। আয়োজন নিয়ে কর্ম বাই গুগলের কমিউনিটি পোগ্রাম ম্যানেজার সাগর খালাসী বলেন, 'এইচআরেরা আমাদের দেশের জবমার্কেটের মূল শক্তি। আমাদের এই আয়োজন করোনাকালীন সময়ে শিক্ষার্থী-চাকরীজিবী সহ নানা পেশার মানুষদের মধ্যে বিভিন্ন শিক্ষনীয় বিষয় জানানোর প্রয়াস।'

এ বিষয়ে এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিয়াজ হোসাইন বলেন, 'এক্সিলেন্স বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কর্পোরেটের সাথে পরিচয় করানোর জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে, আন্তর্জাতিক ব্রান্ড 'কর্ম বাই গুগল'র সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য আনন্দের।'
এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মহামারির এই সময়ে সবাই ঘরে সময় কাটাচ্ছে। আমরা চেষ্টা করেছি সময়টুকুকে কাজে লাগিয়ে ভালো কিছু করার। এরই অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আশা করি আমাদের শিক্ষিত তরুণদের ভালো কিছু উপহার দিতে পারব।’

উল্লেখ্য, দুদিন ব্যাপী আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইয়ুথ কার্নিভাল। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক সমকাল, রাইজিংবিডি.কম এবং পিপল’স রেডিও।


এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই