তারুণ্য

ইয়ুথ ডে উপলক্ষে আইএফএমএসএ বাংলাদেশের বৃক্ষরোপণ

বাংলাদেশের আন্ডারগ্র‍্যাজুয়েট পর্যায়ের মেডিকেল শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ট্যারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএফএমএসএ বাংলাদেশ) ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে’ উপলক্ষে ব্যতিক্রম এক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে।  বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ত্রিশ জন মেডিকেল শিক্ষার্থী কোভিড মহামারী চলাকালীন সময়ে প্রকৃতির প্রতি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে নিজ নিজ বাসগৃহ এবং তার আশেপাশে একযোগে বৃক্ষরোপণে অংশ নিয়েছেন।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজক হিসেবে যৌথভাবে কাজ করেছে আইএফএমএসএ বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এবং পাবলিক রিলেশন সাপোর্ট ডিভিশনের সদস্যবৃন্দ। আইএফএমএসএ বাংলাদেশ এর ২০-২১ সেশনের সেক্রেটারি জেনারেল অহম অপূর্ব বলেন, “বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে বিশ্বব্যাপী পালিত হয় সমাজ ও বিশ্বের প্রতি তরুণদের ভূমিকাকে তুলে ধরা এবং সমাজকে সুন্দর কিছু বার্তা দেয়ার জন্য। তারই অংশ হিসেবে আইএফএমএসএ বাংলাদেশ এর আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচীতে মেডিকেল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদেরকে পরিবেশের প্রতি আরো বেশি সহানুভূতিশীল করতে তুলতে অবদান রাখবে বলে আমরা মনে করছি”।

উল্লেখ্য, আইএফএমএসএ বাংলাদেশ এদেশের মেডিকেল শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার স্কিল ও বিভিন্ন সৃজনশীল দক্ষতা বিকাশের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন, যারা ২০১৫ সাল থেকে সুনামের সাথে ব্যাপক পরিসরে মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। এরকম কার্যক্রমসমূহ মেডিকেল শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবনে মানবিক ভূমিকায় অবতীর্ণ হতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।