প্রবাস

“সৈকত” এর সংগীত সন্ধ্যার আয়োজন

“সৈকত” সান্ডিয়াগো এবং আসেপাশের কমিউনিটির একটি সেবামূলক ও অলাভজনক সংগঠন । 

এটি মূলত বাঙালি এবং ভারতীয় সাংস্কৃতির উপর ভিত্তি করে প্রচালিত হয়। ১৯৮৭ সালে হিন্দুদের 
পুজা পার্বণ পালনের উদ্দেশ্যে “কৃষ্টি” নামে সান্ডিয়াগোতে যাত্রা শুরু করে। আগামী  ১৯ এপ্রিল ২০১৫ তারিখে “সৈকত” এক মনোজ্ঞ সংগীত সন্ধার আয়োজন করেছে। এ 
অনুষ্ঠানে রবিন্দ্র সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট রবিন্দ্র সংগীত শিল্পী শ্রাবণী সেন। নজরুল সংগীত 
পরিবেশন করবেন সোমা হালদার । তিনি বাংলাদেশের নতুন কুঁড়ির প্রথম স্থান প্রাপ্ত শিল্পী । স্থানঃ Adobe Bluffs Elem entary School. তারিখঃ 19 April 2015সময়ঃ 03:30 PM – 08:00 PMযারা উক্ত প্রতিষ্ঠানের সদস্য তাদের জন্য টিকেট ফ্রি । যারা সদস্য নন তাদের জন্য $১৫ করে প্রবেশ 
মূল্য ধরা হয়েছে(১৬ বছরের নিচে থেকে ফ্রি)। অনুষ্ঠানের সময় স্নাক্স পরিবেশন করা হবে দর্শকদের।