খেলাধুলা

এশিয়ার ফুটবলে নতুন করে বর্ষপঞ্জি সাজিয়েছে এএফসি

এশিয়ার ফুটবলে নতুন করে বর্ষপঞ্জি সাজিয়েছে এএফসি। দুদিন আগে থাইল্যান্ডে হওয়া এএফসির সভায় নতুন পরিকল্পনা অনুমোদন হয়েছে। ক্লাব ফুটবলের জন্য তিনটা টুর্নামেন্ট নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এএফসি। প্রথমটি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স এলিট লিগ, দ্বিতীয়টি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু, শেষ লিগ অর্থাৎ সবচেয়ে নিচের স্তরের নতুন টুর্নামেন্টের নাম হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। বাংলাদেশের ক্লাব খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে বসুন্ধরা কিংস, থার্ড গ্রেডের টুর্নামেন্ট। 
আন্তর্জাতিক ক্লাব ফুটবলে কিংসের পারফরম্যান্স ভালো না বলে ক্লাব র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫। এএফসির টুর্নামেন্টে যদি বসুন্ধরা কিংস ভালো পারফরম্যান্স করত তাহলে র‍্যাংকিং আরও ওপরে থাকত এবং বসুন্ধরা কিংস হয়তো সরাসরি খেলা সুযোগ পেত। ভারতের একটা ক্লাব সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আর দ্বিতীয় ক্লাবটিকে বাছাই খেলতে হবে। তারা দুইটা কোটা পেয়েছে। বাংলাদেশ পেয়েছে ১টি।
 
বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন আনসারী জানিয়েছেন, আবাহনীর ভালো পারফরম্যান্সের কারণে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে খেলেছিল। তারা যদি ভালো পারফরম্যান্স করত তাহলে এখন র‍্যাংকিংয়েও ওপরে থাকত এবং হয়তো বাছাই খেলতে হতো না।’ এএফসির চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস সরাসরি খেলতে পারবে না। এখানেও কিংসকে বাছাই খেলে আসতে হবে। বাছাইয়ে টিকলে থার্ড গ্রেডের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এর আগে আবাহনী ইন্টারজোনাল সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল বলে র‍্যাংকিং ভালো ছিল। সেই সুবাদে গত মৌসুমে বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই খেলার সুযোগ পেয়েছিল।  
সেখানে বসুন্ধরার পারফরম্যান্স ভালো হয়নি। যে কারণে এবার তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে সুযোগ পাওয়া তো দূরের কথা, এমনকি দ্বিতীয় যে টুর্নামেন্ট রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টু, সেখানেও রাখা হয়নি বসুন্ধরা কিংসকে। এখন খেলতে হবে সবচেয়ে নিচের টুর্নামেন্টের বাছাই। এক হিসেবে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের অবনমনই হয়েছে। বসুন্ধরা কিংস এবার নিয়ে টানা পাঁচ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মৌসুমে ট্রেবল জয়ের প্রস্তুতি নিচ্ছে। ২২ মে ফেডারেশন কাপ ফাইনাল। যদি মোহামেডানকে হারায় তাহলে কিংসের জন্য এ এক বিরাট রেকর্ড হবে।  এলএবাংলাটাইমস/আইটিএলএস