লস এঞ্জেলেস

ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

লস এঞ্জেলেস বন্দরে (Port of Los Angeles) একটি নতুন আধুনিক ক্রুজ শিপ টার্মিনাল নির্মাণ হতে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন। ম্যাজিক জনসনের মালিকানাধীন প্রতিষ্ঠান JLC Infrastructure বন্দর এলাকায় ভবিষ্যতের ‘আউটার হারবার ক্রুজ টার্মিনাল’ নির্মাণ ও পরিচালনার জন্য Carrix, Inc.-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি বন্দরের বিদ্যমান ওয়ার্ল্ড ক্রুজ টার্মিনাল-ও নতুন করে উন্নয়ন করা হবে। নতুন এই টার্মিনালটি পরিবেশবান্ধব ও আধুনিক ক্রুজ জাহাজ গ্রহণে সক্ষম হবে। একই সঙ্গে এখানে উন্মুক্ত স্থান, বিনোদন সুবিধা এবং বাসিন্দা ও পর্যটকদের জন্য এলএ ওয়াটারফ্রন্টে সহজ প্রবেশের ব্যবস্থা থাকবে।ক র্তৃপক্ষ জানিয়েছে, লস এঞ্জেলেস বন্দরে প্রতিটি ক্রুজ জাহাজ ভিড়লে স্থানীয় অর্থনীতিতে গড়ে প্রায় ১৩ লাখ ডলার কার্যক্রম সৃষ্টি হয়। গত বছর বন্দরে ২৪১টি ক্রুজ জাহাজ ভিড়েছে এবং রেকর্ড ১৬ লাখ যাত্রী যাতায়াত করেছেন। লস এঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা এক বিবৃতিতে বলেন, “এই প্রকল্পটি আমাদের বন্দর-সংলগ্ন কমিউনিটিগুলোর জন্য বড় ধরনের সাফল্য হবে। সরকারি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, তা এলএ ওয়াটারফ্রন্ট এলাকাকে আরও সমৃদ্ধ করবে।” এলএবাংলাটাইমস/ওএম