প্রবাস

ভার্জিনিয়ায় প্রিয় বাংলার পথমেলা ২৪ সেপ্টেম্বর

করোনার কারণে দুই বছর বন্ধ পর প্রিয় বাংলা আবার আয়োজন করতে যাচ্ছে ৯ম পথমেলা। আগামী ২৪ সেপ্টেম্বর ভার্জিনিয়ার আর্লিংটনে ওয়াল্টার রিড রোড  জুড়ে পথমেলায় থাকবে নানা আয়োজন।
আর্লিংটন কাউন্টরির সহযোগিতায় ওয়াশিংটনের সামাজিক সেবামূলক সংগঠন দীর্ঘ নয় বছর যাবৎ এই আয়োজন করে যাচ্ছে। একমাত্রই প্রিয় বাংলা একটি রাস্তা জুড়ে এই আয়োজনের অনুমতি দিয়ে থাকে এই কাউন্ট্রি।
প্রিয় বাংলার পক্ষে প্রিয়লাল কর্মকার প্রথম আলোকে জানান, পথমেলা মূলত একটি মাল্টিকালচারেল অনুষ্ঠান। সারাদিন ব্যাপী এই আয়োজনে প্রবাসী শিল্পীদের সাথে, দেশি ও ভিন্নভাষী সংস্কৃতির মানুষ অংশ গ্রহণ করে থাকেন।
প্রিয়লাল জানান, করোনাকালে পথমেলা বন্ধ থাকলেও তারা ভার্চুয়াল কার্যক্রম চালিয়ে গেছেন।
এবারের আয়োজনে অতিথি হিসেবে থাকবেন, ভার্জিনিয়া ষ্টেট ডেলিগেট আলফনসো লোপেজ ও চিপ আর্লিংটন কাউন্ট্রি বোর্ড ক্রেটি ক্রিস্টল।
বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিবেন কনক  চাপা, বাদশা বুলবুল,বিউটি দাস ও অভিনেতা আহমেদ শরীফ।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]