প্রবাস

পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশদ্ভূত আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদকে সংবর্ধনা

বাংলাদেশি বংশদ্ভূত জনাব আবু আমিন রহমান এবং ডা. ফাতেমা আহমেদকে সংবর্ধনা দিয়েছে পেনসিলভানিয়ার আপার ডার্বি টাউনশিপ কর্তৃপক্ষ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে ডার্বি টাউনশিপে বুধবার (১২ ডিসেম্বর) এই সংবর্ধনা দেওয়া হয়। ডেলাওয়্যার কাউন্টি এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় দীর্ঘদিন ধরে কমিউনিটিকে সেবা প্রদান, মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অভিবাসী সম্প্রদায়কে সম্পৃক্ত করে সচেতনতা ও ক্ষমতায়ন, আপার ডার্বি টাউনশিপে স্থানীয় সরকারের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মেলবন্ধনে ভূমিকা রাখায় আবু আমিন রহমানকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা ও সামাজিক সেবা, গত তিন দশকেরও বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সেবা এবং প্রচার কর্মসূচি চালানোর জন্য ড. ফাতেমা আহমেদকে সম্মাননা প্রদান করা হয়। আপার ডার্বি টাউনশিপের মাননীয় মেয়র এবং কাউন্সিলরগণ আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া বাংলাদেশিদের পক্ষ থেকে আপার ডার্বির নবনির্বাচিত তরুন কমিউনিটি ব্যক্তিত্ব নুরালাম চৌধুরী বিপু দুইজনকে ফুলের তোড়ন প্রদান করে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদ আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল, আপার ডার্বি টাউনশিপের বাসিন্দা ও পেনসিলভেনিয়ায় বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবু আমিন রহমান এবং ড. ফাতেমা আহমেদ জানান, দায়িত্ববোধের জায়গা থেকেই তারা কমিউনিটিতে এই কাজগুলি করে যাচ্ছেন এবং সততার সঙ্গে ভবিষ্যতেও ভালো কাজগুলো অব্যাহত রাখবেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়ার আপার ডার্বি, সেন্টার সিটি, নর্থ ইষ্ট, ল্যান্সডেল, বেনসালাম এবং ডেল্যাওয়ারে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি। এলএবাংলাটাইমস/ওএম