আমেরিকা

হাইপারসনিক অস্ত্র তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

হাইপারসনিক অস্ত্র এবং ইলেকট্রনিক সামরিক সক্ষমতা তৈরি এবং বৃদ্ধির উদ্দেশ্যে একত্রে কাজ করার ব্যাপারে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। ‘অউকআস’ নামক পরিচিত এই তিনদেশের জোট গত বছরের সেপ্টেম্বরে সর্বপ্রথম একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। উক্ত চুক্তি অনুযায়ী, এই তিনদেশ পারমানবিক সাবমেরিন তৈরির কাজে একে অপরকে সহযোগিতা করবে। তারই ধারাবিহকতায়, এই নতুন প্রকল্পে হাত দিচ্ছে দেশগুলো। মঙ্গলবারে (০৫ এপ্রিলে) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্মিলিতভাবে একটি প্রেস বিবৃতি দিয়েছে। প্রেস বিবৃতিতে বলা হয়,’ আমরা হাইপারসনিক, কাউন্টার- হাইপারসনিক এবং ইলেকট্রনিক সামরিক সক্ষমতা তৈরি ও বৃদ্ধির কাজে একসাথে কাজ করবো। এর মাধ্যমে আমাদের কৌশলগত প্রতিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তামূলক দক্ষতা বৃদ্ধি পাবে।‘ যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ইতোমধ্যে সাইফায়ার নামক হাইপারসনিক অস্ত্র প্রোগামের সাথে সংযুক্ত। যুক্তরাজ্য এখনো ওই প্রকল্পে যুক্ত না হলেও তিনটি দেশ একত্রে গবেষণা এবং বিকাশের কাজে নিয়োজিত থাকবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ