আমেরিকা

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে রহস্যময় লিভার রোগের সন্ধান

ব্রিটেনের পর এবার ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দিলো বাচ্চাদের মধ্যে এক রহস্যজনক লিভারের রোগ। বিগত মাসে সর্বপ্রথম এই রহস্যময় রোগটি ব্রিটেনে লক্ষ্য করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা জানান, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৪ জন শিশু হেপটাইটিসে আক্রান্ত হয়েছিলো। কিন্তু, হেপটাইটিসের বাহক হিসেবে পরিচিত ভাইরাসগুলোর উপস্থিতি এই শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়নি।

মঙ্গলবারে (১৯ এপ্রিল) ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনসন এন্ড কন্ট্রোল জানায়, একই রকম রোগ ডেনমার্ক, নেদারল্যান্ড, স্পেন এবং আয়ারল্যান্ডে দেখা যায়। তাঁরা অবশ্য নির্দিষ্ট করে রোগীর সংখ্যা জানায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, আলাবামায় ১ থেকে ৬ বছর বয়সী শিশুদের মাঝে ৯টি কেস দেখা গিয়েছে।

ইম্পারিয়াল কলেজের সংক্রামক রোগের প্রফেসর গ্রাহাম কুক বলেন,’্বাচ্চাদের মাঝে ভাইরাস হেপটাইটিসের উপস্থিতি খুব সাধারণ। কিন্তু এই হেপটাইটিসটি খুব আলাদা।‘

ব্রিটেনে একাধিক শিশুর এই রোগের কারণে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয়েছে। এমনকি, কয়েকজনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে। লিভার মানবদেহে খাবার থেকে পুষ্টি শোষণ করে, রক্ত পরিষ্কার করে এবং রোগের সাথে লড়াই করে। লিভারের সংক্রমণের সাধারণ লক্ষণগুলো হলঃ জন্ডিস, ডায়রিয়া এবং পেটব্যথা। চিকিৎসা না করালে এই সংক্রমণের কারণে মৃত্যুও হতে পারে।

যদিও এখনো জানা যায়নি কিসের কারণে এই রোগটি ছড়াচ্ছে, তবে এখন পর্যন্ত মূল দোষী হিসেবে এডেনোভাইরাসকে সন্দেহ করা হচ্ছে। এডেনোভাইরাসের একাধিক সংস্করণ দেখা যায়। বেশিরভাগ এডেনোভাইরাস জ্বর, ঠান্ডা-কাশি এবং চোখ উঠার সাথে সর্ম্পকিত। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, আলাবামায় আক্রান্ত শিশুদের সবাই এডেনোভাইরাসে আক্রান্ত। তাঁরা এই রোগের সাথে এডেনোভাইরাস ৪১ নামক এক ভ্যারিয়েন্টের যোগসূত্র নিয়ে গবেষণা করছে। আক্রান্ত শিশুদের মধ্যে খুব কম শিশুই করোনায় আক্রান্ত হয়েছে। তাই, করোনার সাথে এই রোগের যোগসূত্র নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিজ্ঞানীরা।
জনস্বাস্থ্য কর্মকর্তারা করোনার ভ্যাকসিনের সঙ্গেএই রোগের কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করে বলেছেন, আক্রান্ত শিশুদের কাউকেই ভ্যাকসিন  দেওয়া হয়নি।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত এক মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং নজরদারি বাড়ানোয় আরও বেশি রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ