আমেরিকা

যুক্তরাষ্ট্রে তরুণদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র

যুক্তরাষ্ট্রের উঠতি বয়সীদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র। এর আগে গাড়ি দুর্ঘটনা মৃত্যুর প্রধান কারণ ছিল। ২০২০ সালে টিনএজদের উপর গবেষণা করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।     ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ২০২০ সালে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হতাহতের ঘটনায় ৪ হাজার ৩০০ টিনএজারের মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্মহত্যাও অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। এর মধ্যে যতো হোমিসাইড ঘটেছে সেগুলো আগ্নেয়াস্ত্র সম্পর্কিত মৃত্যু। যুক্তরাষ্ট্রের বেসামরিকদের কাছে ৩৯০ মিলিয়ন আগ্নেয়াস্ত্র রয়েছে।   নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, ১ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত মৃত্যু দেশজুড়ে বেড়েছে ৩৩ দশমিক ৪ শতাংশ। একই সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যার হার বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। এছাড়া আগ্নেয়াস্ত্র সম্পর্কিত মৃত্যু যেমন আত্মহত্যা, হোমিসাইড, আনইন্টেনশনাল এবং আনডিটারমাইন্ড মৃত্যুর হার বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। আরেকটি পৃথক গবেষণায় দেখা গেছে যে, করোনা মহামারি চলাকালীন সময়ে ৭ দশমিক ৫ মিলিয়ন বাসিন্দা প্রথমবারের মতো ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্রের মালিক হয়েছেন। ফলে প্রায় ১১ মিলিয়ন বাড়িতে এবং ৫ মিলিয়ন শিশুর হাতের নাগালে আগ্নেয়াস্ত্র পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম