আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পাচ্ছে ড্রাগ ওভারডোজে মৃত্যুর সংখ্যা

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭ হাজার মানুষ ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুবরণ করেছে যা একটি নতুন মর্মান্তিক রেকর্ড স্থাপন করেছে। বুধবার (১১ মে) সিডিসি এই তথ্য জানায় যা মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ‘ওভারডোজ মহামারী’র এক বাস্তবরূপ তুলে ধরে। ২০২১ সালের প্রাপ্ত তথ্য দেখায় যে প্রতি ৫ মিনিটে একজন মার্কিন নাগরিক ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুবরণ করে। পূর্বের রেকর্ড থেকে এটি ১৫ শতাংশ বেশি। ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ এবিউজের ডিরেক্টর ডঃ নোরা ভল্কো এই সংখ্যাকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন। বিগত দুই দশক যাবত যুক্তরাষ্ট্রে ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ৯০এর দশকে অপিয়েড পেইনকিলারের কারণে ওভারডোজের মৃত্যুর সংখ্যা প্রথমে বৃদ্ধি পাওয়া শুরু হয়। পরবর্তীতে, হেরোইন এবং সাম্প্রতিককালে অবৈধ ফেনাটিলের কারণে এই মৃত্যুর মিছিল আরো বেগবান হচ্ছে। গতবছর, ফেনাটিল ওভারডোজের কারণে ৭১ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে যা বিগত বছরের সংখ্যার থেকে ২৩ শতাংশ বেশি। কোকেন ওভারডোজের সংখ্যা ২৩ শতাংশ এবং মেথ ওভারডোজের সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভল্কো এক বিবৃতিতে বলেন,’ আমাদের কাছে আরও অনেক লোক রয়েছে, যারা মাঝে মাঝে ড্রাগ ব্যবহার করে এবং এমনকি কিশোর-কিশোরীরাও এই শক্তিশালী পদার্থের সংস্পর্শে আসে যা তুলনামূলকভাবে সামান্য এক্সপোজারেও কেউ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করতে পারে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ