আমেরিকা

গর্ভপাত আইন বাতিল ভয়ানক সিদ্ধান্ত: বাইডেন

যুক্তরাষ্ট্রের গর্ভপাত আইন বাতিল করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক এই রায়ের কারণে লাখো নারী আর গর্ভপাতের আইনি অধিকার পাবেন না। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট নারীর গর্ভপাত অধিকার আইনটি বাতিল করে দিয়ে বলেছেন, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্তে গর্ভপাতের অনুমতি দিতে পারে অথবা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ওই রায়ের পরপরই মিসৌরি প্রথম কোনো অঙ্গরাজ্য হিসেবে গর্ভপাত নিষিদ্ধ করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সুপ্রিম কোর্টের রায়কে ভয়ানক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। এদিকে, অধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ ডেমোক্রেটিকরা এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছেন। আরও বিক্ষোভ ও আন্দোলনের পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্রজুড়ে। এদিকে অ্যান্টি-অ্যাবরশন বা গর্ভপাত বিরোধী সংগঠন 'রো ভার্সেস ওয়েড' আইন পাল্টে যাওয়ায় উদযাপন করছে। এলএবাংলাটাইমস/ওএম