আমেরিকা

ওড়ন্ত বস্তুগুলোর সঙ্গে চীনা গোয়েন্দাগিরির সম্পর্ক নেই: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের আকাশে ধ্বংস করা ওড়ন্ত বস্তুগুলোর সঙ্গে চীনের গোয়েন্দাগিরির সম্পর্ক থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরব। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা ও পরে যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংস করা তিনটি রহস্যময় বস্তু গবেষণাকাজে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে এগুলো ওড়ানো হয়ে থাকতে পারে। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে একটি রহস্যজনক বস্তু শনাক্ত হয়। পরে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়ে বস্তুটি ধ্বংস করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে কানাডার আকাশে আরেকটি রহস্যময় বস্তু শনাক্ত করা হয়। কানাডার এ এলাকা যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ১০০ মাইল দূরে অবস্থিত। পরে উভয় দেশের সিদ্ধান্তে বস্তুটি ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। গত রোববার যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তসংলগ্ন হুরন হ্রদের ওপরে আরেকটি রহস্যময় বস্তু উড়তে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে ওই বস্তুটিও ধ্বংস করা হয়েছে। এর আগে বেলুনকাণ্ড নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ৪ ফেব্রুয়ারি এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা গোয়েন্দা বেলুন ধ্বংস করা হয়। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। এলএবাংলাটাইমস/ওএম