আমেরিকা

নিজেকে পোপ রূপে উপস্থাপন করে সমালোচনার মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে পোপের পোশাকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা তৈরি একটি ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন, বিশেষ করে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে। এই ছবি পোস্ট করা হয় হোয়াইট হাউসের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, এমন সময় যখন ক্যাথলিকরা সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে (২১ এপ্রিল) শোক প্রকাশ করছেন এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এই পোস্টের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাথলিক বিশ্বাসকে উপহাস করছেন। এর কয়েকদিন আগেই ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে রসিকতা করে বলেছিলেন, "আমি পোপ হতে চাই।" পোস্টকৃত ছবিতে ট্রাম্পকে দেখা যায় সাদা ক্যাসক (পোপের পোশাক) ও মিত্র (পাদ্রিদের টুপি) পরে, গলায় বড় একটি ক্রস ঝুলিয়ে, গুরুগম্ভীর মুখভঙ্গিতে একটি আঙুল তুলে আছেন—যা সাধারণত পোপদের প্রতীকী ভঙ্গি। নিউ ইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী ক্যাথলিক কনফারেন্স এক্স/টুইটারে লিখেছে, "এই ছবিতে কোনো রকম বুদ্ধিমত্তা বা কৌতুক নেই, প্রেসিডেন্ট মহাশয়। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করেছি এবং কার্ডিনালরা এখন সেন্ট পিটারের উত্তরসূরি নির্বাচনের জন্য ধর্মীয়ভাবে গম্ভীর একটি প্রক্রিয়ায় প্রবেশ করতে যাচ্ছেন। আমাদের বিশ্বাসকে উপহাস করবেন না।" এ নিয়ে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মধ্য-বামপন্থী রাজনীতিক মাত্তেও রেনজিও কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি এক্সে ইতালিয়ান ভাষায় লেখেন, "এই ছবি বিশ্বাসীদের অপমান করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে অসম্মান করে এবং দেখায় যে ডানপন্থী বিশ্বের নেতা এই বিষয়গুলোকে ঠাট্টার বস্তু হিসেবে উপভোগ করেন।" তবে হোয়াইট হাউস এই সমালোচনাকে নাকচ করে দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই ক্যাথলিক গির্জাকে উপহাস করেননি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং ধর্মীয় স্বাধীনতা ও ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি সবসময়ই তাঁর সমর্থন অবিচল।" ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিলেও জানা গেছে, আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া—ধর্মীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অনুষ্ঠান। এলএবাংলাটাইমস/ওএম