বাংলাদেশ

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় বিক্ষোভ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও বামপন্থি দল এসইউসিআই এর ছাত্র সংগঠন এআই ডিএসও।

সোমবার কলকাতার পার্কসার্কাসে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ করে তারা। পার্কসার্কাস মোড় থেকে বাংলাদেশ উপহাইকমিশন পর্যন্ত মিছিল করা হয়। পরে পুলিশের বাধায় মিছিলকারীরা বিক্ষোভ শুরু করে। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এ ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত শীট বলেন, সম্প্রতি বাংলাদেশে সড়ক দুঘর্টনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের সহপাঠী ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে যে আন্দোলন করছে তার সমর্থনে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি।

অন্যদিকে কলকাতার মৌলালি রামলিলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে বামপন্থী দল এসইউসিআই'এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। এআইডিএসও এর রাজ্য সম্পদক সৌরভ বসুর নেতৃত্বে এ মিছিল থেকে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি