বাংলাদেশ

অগ্রসর হচ্ছে নিম্নচাপ, দিক পশ্চিম-দক্ষিণপশ্চিম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি ক্রমাগত পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের বায়ু প্রবাহের গতি-প্রকৃতি কিছুটা পরিবর্তিত হচ্ছে; ফলে আবহাওয়ার সার্বিক পরিস্থিতির আবারও কিছুটা পরির্বতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবাহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তার আশেপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে সারা দেশের তাপমাত্রা আবারও কমতে পারে এবং পরবর্তী পাঁচদিন পর্যন্ত সেটি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/এজেড