আন্তর্জাতিক

পশ্চিমা সমর্থন ছাড়া কি ইসরায়েলের অস্তিত্ব টিকবে? বিশ্লেষকদের মতামত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা এবং তা থেকে শুরু হওয়া ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধ দুটি ভয়াবহ সত্যকে আমাদের সামনে নিয়ে এসেছে। প্রথমত, ইসরায়েল ইচ্ছাকৃত ও আগ্রাসীভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অবজ্ঞা করছে। দ্বিতীয়ত, ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই একা টিকে থাকতে সক্ষম নয়। এই দুটি বিষয়ের একটি অন্যটি থেকে আলাদা মনে হলেও বাস্তবে একটি অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িত। কারণ, যারা সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে, তারা সেই সমর্থন প্রত্যাহার করে নিলে মধ্যপ্রাচ্য আর সেই বিস্ফোরণপ্রবণ অঞ্চল থাকবে না। কয়েক দশক ধরে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে অস্থিতিশীল হয়ে আছে এই অঞ্চল। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অতিমাত্রায় সরলীকরণ না করেও বলা যায়, কঠিন বাস্তবতা হলো ইসরায়েল যদি গাজা থেকে সরে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত ও গণহত্যার শিকার সেই অঞ্চলকে একটু স্থিতিশীল হয়ে উঠার সুযোগ দেয়, তাহলেই পার্থক্য প্রকাশ্য হয়ে আসবে। এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি নৃশংসতায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ হাজারে বেশি শিশু ও ও ২৮ হাজারের বেশি নারী রয়েছেন। গাজার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহত ব্যক্তিদের এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে। ‘যার শক্তি, সেই সঠিক ও ন্যায্য’—আগামী দিনগুলোর রাজনৈতিক সমীকরণ থেকে এই ঘৃণ্য নীতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে। মধ্যপ্রাচ্যের আরব ও মুসলিম দেশগুলোর সামনে এখন সময় এসেছে, তারা যেন সত্যিকারের ভূমিকা নেয়।
ব্লার্ব: ইসরায়েল বহু বছর ধরেই একদল সমর্থক ও উপকারভোগীর সাহায্য নিয়ে চলছে। ওই উপকারভোগীরা এটিকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থরক্ষার একটি ঘাঁটি হিসেবে দেখে থাকে।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় বিশ্ব এগিয়ে এলে হয়তো কিছুটা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব হবে। ‘যার শক্তি, সেই সঠিক ও ন্যায্য’—আগামী দিনগুলোর রাজনৈতিক সমীকরণ থেকে এই ঘৃণ্য নীতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে। মধ্যপ্রাচ্যের আরব ও মুসলিম দেশগুলোর সামনে এখন সময় এসেছে, তারা যেন সত্যিকারের ভূমিকা নেয়। তারা যেন নিজেদের ভ্রাতৃপ্রতিম জনগণকে সাহায্য করে এবং নিশ্চিত করে যে ইসরায়েল আর তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারবে না। ইসরায়েলের দৃষ্টিতে এই দাবি একেবারেই অগ্রহণযোগ্য, এমনকি চিন্তার বাইরে। বোঝা যায়, তাদের এই নীতি তাদের ঔপনিবেশিক অবস্থানের কারণেই। কেন? বিখ্যাত গবেষক প্যাট্রিক উলফ বলেছিলেন, ‘আক্রমণ কেবল কোনো ঘটনা নয়, এটি একটি কাঠামো।’ এই গভীর বক্তব্যটি বুঝিয়ে দেয়, ১৯৪৮ সালের নাকবা বা ফিলিস্তিনিদের জাতিগত নিধন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসরায়েলের সব যুদ্ধ ও দখলদারত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নিরবচ্ছিন্ন শক্তি কাঠামোর অংশ। তাদের এসবের পেছনে মূল উদ্দেশ্য স্থানীয় বা আদিবাসী জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাই ৭ অক্টোবরের পর ইসরায়েলের আচরণকে শুধু প্রতিশোধ বলেই মনে করা ভুল, বরং এর পেছনে সুস্পষ্ট কৌশল ছিল। গাজার বিভীষিকাময় হত্যাকাণ্ড দেখে আমরা হয়তো প্রথমে এই বিষয় বুঝতে পারিনি। কারণ, গাজায় প্রতিদিনের নৃশংসতা ঘটনা থেকে ইসরায়েল যেন এক অদ্ভুত আনন্দ নিচ্ছে বলেও মনে হচ্ছে। তবে ইসরায়েল নিজেই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট করে বলেছে। দেশটির উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর বলেছিলেন, ‘আমরা গাজাকে জনশূন্য দ্বীপে পরিণত করব।’ নেতানিয়াহুর এই উম্মত্ত বক্তব্য ইসরায়েলের ঔপনিবেশিক কাঠামোরই অবিচ্ছেদ্য অংশ এবং যতক্ষণ না এটিকে থামানো যায়, ততক্ষণ তার থেকে মুক্তি নেই। কিন্তু কে বা কারা ইসরায়েলকে থামাবে? গাজায় প্রায় ২১ মাসের অসহনীয় গণহত্যা আমাদের দেখিয়ে দিয়েছে এক কঠিন সত্য—ইসরায়েল হচ্ছে আসলে একটি ‘সামন্ত রাষ্ট্র’ (যে রাষ্ট্র অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত)। এমন রাষ্ট্র নিজে যুদ্ধ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, এমনকি নিজ অর্থনীতি চালাতেও পারে না।
ইসরায়েল বহু বছর ধরেই একদল সমর্থক ও উপকারভোগীর সাহায্য নিয়ে চলছে। ওই উপকারভোগীরা এটিকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থরক্ষার একটি ঘাঁটি হিসেবে দেখে থাকে। ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জনগণের সম্পর্ক রক্ত-মাংসের মতো গভীর। আমরা অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ।’ বাইডেনের এই তথাকথিত ‘অভিন্ন মূল্যবোধ’ যে গণহত্যাকে সমর্থন করে, সে বিষয়ে প্রশ্ন না তুলেই বাইডেন আসলে স্বীকার করেছিলেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক কেবল রাজনীতির বিষয় নয়, বরং গভীর আদর্শিক ও কৌশলগত বন্ধন। পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতাও ইসরায়েল সম্পর্কে অন্ধভাবে একই কথা বলে চলেছেন। তবে গাজায় ইসরায়েলের চলমান এই নৃশংস গণহত্যা বহু দেশকে, বিশেষ করে কিছু পশ্চিমা ও বেশির ভাগ অ–পশ্চিমা দেশকে সাহসের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে। নেতানিয়াহু ও তাঁর চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে এই প্রতিবাদ ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে কখনো এতটা জোরালোভাবে উচ্চারিত হয়নি। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার মতো দেশ প্রমাণ করেছে, পশ্চিমা ‘বন্ধন’ চিরকাল অটুট থাকে না। তাদের সমর্থন ইসরায়েলের প্রতি একচেটিয়া বা নিরঙ্কুশ নয়। কেন কিছু দেশ ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানোর সাহস করছে, আবার কিছু দেশ শত অন্যায় সত্ত্বেও চুপ থাকছে? এই বিষয় আসলে বিশ্লেষণের দাবি রাখে। পশ্চিমাদের সঙ্গে ইসরায়েলের এই কথিত বন্ধন ভেঙে দেওয়া এখন জরুরি। এটি শুধু ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব রক্ষার জন্য। গাজায় প্রায় ২১ মাসের অসহনীয় গণহত্যা আমাদের দেখিয়ে দিয়েছে এক কঠিন সত্য—ইসরায়েল হচ্ছে আসলে একটি ‘সামন্ত রাষ্ট্র’ (যে রাষ্ট্র অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত)। এমন রাষ্ট্র নিজে যুদ্ধ করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, এমনকি নিজ অর্থনীতি চালাতেও পারে না। ইসরায়েলও ঠিক তেমনই—মার্কিন ও পশ্চিমা সহায়তা ছাড়া সে কোনো কিছু করতে পারে না, কোনো কিছু চালাতে পারে না।
গাজায় নৃশংস হামলা শুরুর আগে কিছু ইসরায়েলি নেতা মাঝেমধ্যে বলতেন, ‘ইসরায়েল স্বাধীন দেশ। এই দেশ মার্কিন পতাকার আরেকটি তারকা নয়।’ এখন এসব কণ্ঠ বা এমন কথাবার্তা একরকম থেমে গেছে। বরং এই রাষ্ট্রকে এসব কথা বলার পরিবর্তে এখন কেবল মার্কিন সহায়তার জন্য অনুনয়-বিনয় করতে শোনা যাচ্ছে। ফিলিস্তিনিরা বরাবরের মতো সাহসের সঙ্গে দখলদার সেনাবাহিনী ও বর্ণবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করছে। এই অবস্থায় যারা আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও শান্তিতে বিশ্বাস রাখে, তাদের দায়িত্ব হলো সেসব সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানানো, যারা আজও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাকে টিকিয়ে রাখছে। ইউরোপের দেশ স্পেনসহ কিছু দেশের সরকার যা করছে, তা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্টভাবে বলছেন, ২০০০ সাল থেকে চালু ইইউ-ইসরায়েল বাণিজ্যচুক্তি স্থগিত করতে হবে। কারণ, গাজার ‘গণহত্যা পরিস্থিতি’ ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেনের সানচেজের মতো আরও অনেক দেশ একইভাবে নির্ভীক ও আপসহীন অবস্থান নিলে অন্তত ইসরায়েলের সেসব অস্ত্র পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, যেসব অস্ত্র দিয়ে তারা গাজায় বর্বরতা চালাচ্ছে। এই সময়ে আমাদের সম্মিলিত দায়িত্ব হলো, সেই সাহসী কণ্ঠগুলোর পাশে দাঁড়ানো। শুধু ইসরায়েল নয়, বরং যারা এই বসতি-উপনিবেশিক কাঠামোকে বজায় রাখতে সাহায্য করছে, তাদের সবার জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াতে হবে। সূত্রঃ প্রথম আলো
এলএবাংলাটাইমস/আইটিএলএস