স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবাদপত্র মার্কা-র এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার জামোরার পালাসিওস দে সানাব্রিয়া এলাকায় এক মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন। লিভারপুল তারকার ভাই সিলভাও ছিলেন ফুটবলার।
পর্তুগালের স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলতেন তিনি।
স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে নাম প্রকাশ না করে জানায়, ‘এ-৫২ মহাসড়কে (পালাসিওস দে সানাব্রিয়া) দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। রিওনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার স্টেশন থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় গাড়িতে আগুন ধরে যায় এবং তা আশপাশে ছড়িয়ে পড়ে। নিহতদের বয়স যথাক্রমে ২৮ ও ২৬ বছর। তাদের আত্মার শান্তি কামনা করছি।’
মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে ঘটা করে বিয়ে করেছিলেন জোতা। তাদের তিনটি সন্তান আছে। পোর্তোতে জন্ম নেওয়া দিয়োগো জোতা ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরা-র যুব দলে। ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেন। কিন্তু তার ক্যারিয়ারের স্বর্ণযুগ শুরু হয় লিভারপুলে যোগ দেওয়ার পর। কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন তিনি। পর্তুগালের জাতীয় দলেও ছিলেন তিনি গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী জোতা ছিলেন দলের প্রথম সারির খেলোয়াড়। মাত্র ২৮ বছর বয়সে একজন প্রতিভাবান ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ফুটবল অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থক ও সতীর্থরা ইতোমধ্যেই গভীর শোক প্রকাশ করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে নাম প্রকাশ না করে জানায়, ‘এ-৫২ মহাসড়কে (পালাসিওস দে সানাব্রিয়া) দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। রিওনেগ্রো দেল পুয়েন্তে ফায়ার স্টেশন থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় গাড়িতে আগুন ধরে যায় এবং তা আশপাশে ছড়িয়ে পড়ে। নিহতদের বয়স যথাক্রমে ২৮ ও ২৬ বছর। তাদের আত্মার শান্তি কামনা করছি।’
মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে ঘটা করে বিয়ে করেছিলেন জোতা। তাদের তিনটি সন্তান আছে। পোর্তোতে জন্ম নেওয়া দিয়োগো জোতা ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরা-র যুব দলে। ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেন। কিন্তু তার ক্যারিয়ারের স্বর্ণযুগ শুরু হয় লিভারপুলে যোগ দেওয়ার পর। কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন তিনি। পর্তুগালের জাতীয় দলেও ছিলেন তিনি গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জয়ী জোতা ছিলেন দলের প্রথম সারির খেলোয়াড়। মাত্র ২৮ বছর বয়সে একজন প্রতিভাবান ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত ফুটবল অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থক ও সতীর্থরা ইতোমধ্যেই গভীর শোক প্রকাশ করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস