ভারতের আদানি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ কেনা হচ্ছে তা আগামী মার্চেই যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'আদানির বিদ্যুৎ মার্চেই যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। পায়রার চেয়ে দাম বেশি হবে না। এপ্রিলে দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ পাবে বাংলাদেশ।'
প্রসঙ্গত, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে যাচ্ছে বাংলাদেশ। মার্চ থেকেই ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হতে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস