বাংলাদেশ

শিগগিরই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণ হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি গ্রহণযোগ্য, বাস্তবায়নের জন্য ইতোমধ্যে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। শিগগিরই তাদের দাবি পূরণ হবে।


বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের অরিয়েন্টশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রহণযোগ্য। তাদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষাসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করছি, শিগগিরই তাদের দাবি পূরণ হবে।