বাংলাদেশ

না.গঞ্জে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ জেলা শহরের বাবুরাইলের খানকা মোড় এলাকায় বাসায় ঢুকে একই পরিবারের শিশুসহ পাঁচ সদস্যকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বাবুরাইল রাত সাড়ে দশটার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা গণমাধ্যমকে জানান জেলা সহকারী পুলিশ সুপার ফোরকান শিকদার ।

তবে এই হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়েছে সেটি এখনো জানা যায়নি।

নিহতরা হলেন, তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২২)। নিহত অন্য আরেকজন হলো তাসলিমার জা লামিয়া(২৫)। ঘটনাস্থলে উপস্থিত তাসলিমার ননদ হাজেরা বেগম নিহতদের নাম,পরিচয় ও সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

তারা ওই এলাকার আমেরিকা প্রবাসী ইসমাইল হোসেনের বাসায় ভাড়া থাকতেন। তাসলিমার পরিবার ছয়তলা বাড়িটির নিচ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওসি তদন্ত শাহজালালসহ র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। লাশ উদ্ধার অভিযান চলছে।

তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।