বাংলাদেশ

বগুড়ায় ছিনতাইকৃত সাড়ে ৫ লাখ টাকাসহ আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামাল উদ্দিন নামের এক চাতাল ব্যবসায়ী রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সারিয়াকান্দি সোনালী ব্যাংকের শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি বাড়ির দিকে যাওয়ার পথে উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ী জামালের ওপর হামলা চালিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। এসময় জামাল উদ্দিনের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে ছিনতাই হওয়া টাকাসহ আ’লীগ নেতা আবুল কালামকে আটক করে। পরে পুলিশ এসে ছিনতাইকারী আ’লীগ নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সারিয়াকান্দি থানার এস আই মশিউর রহমান জানান, ছিনতাইকালে আ’লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর থেকেই আ’লীগ নেতা আবুল কালামকে ছাড়িয়ে নিতে থানায় আ’লীগ নেতারা তদবির শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।