বাংলাদেশ

প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়িতে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের ওই রাস্তার মাঝখানে হঠাৎ করে সাদা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-১৫-২৭৫৪) দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।

এ সময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার দুপাশে অবস্থান নেয়। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরেও নিরাপত্তাবাহিনী তৎপর হয়ে উঠে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে। পরে আগুন নিভিয়ে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়া হলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।