আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে শরিক দলগুলোর নেতারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। তাদের দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যেন আসন বণ্টন করা হয়।
তবে পুনর্বিবেচনার বিষয়টি যদি সমঝোতা না হয়, তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘পুনর্বিবেচনার কী ফলাফল হয় দেখা যাক। তারপর আমরা উত্তর দেবো।’
শুক্রবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, ‘বিনয়ের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেছি। যে সাতটি আসনের প্রস্তাব করা হয়েছে, সেটা আরেকটু বাড়ানো দরকার।’
আমির হোসেন আমুর প্রস্তাবকে প্রাথমিক প্রস্তাব হিসেবে গ্রহণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণার দাবি জানান তিনি।
এছাড়াও ‘জোটের প্রার্থীর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা দরকার’ বলেন জাসদের এই নেতা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, আসন বাড়ানো এবং স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করা সম্ভব নয়। এ বিষয়ে ইনু বলেন, আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা নিজেদের কথা বলেছেন। প্রস্তাবটির পুনর্বিবেচনার দাবি জানিয়ে আমরা আমাদের কথা বলেছি।’
১৪ দলের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয় এমন প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট বিষয় ও আসন নিয়ে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে। কোন প্রার্থী নির্বাচনে বিজয় অর্জন করবে, এই সম্ভাবনাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। সেই বিবেচনায় নানা ধরনের জরিপ ও আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে, সেগুলোর ভিত্তিতেই ১৪ দলের আসন বণ্টন বরাদ্দ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস