বাংলাদেশ

৫৯ বছর পর ফের চালু হল রাজশাহীর সুলতানগঞ্জ-ভারতের ময়াঘাট নৌপথ

ভারতের ময়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌপথ দীর্ঘ ৫৯ বছর পর উদ্বোধন হতে যাচ্ছে। ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট নম্বর ৫ ও ৬ অর্থাৎ আরিচা-রাজশাহী-সুলতানগঞ্জ-ময়া-ধুলিয়ানের অংশের সুলতানগঞ্জ অংশ আজ সোমবার উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।   জানা গেছে, উদ্বোধনের পর সুলতানগঞ্জ নদীবন্দরের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার ময়াঘাট বা নদীবন্দরের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে। এ উপলক্ষে গোদাগাড়ীতে সাজ সাজ রব বিরাজ করছে। নৌপরিবহন মন্ত্রণালয়, কাস্টমস, গোদাগাড়ী উপজেলা প্রশাসন উদ্বোধনী পর্বের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক রফিকুল ইসলাম জানান, উদ্বোধন শেষে দুপুর ১২টায় সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভায় প্রধান অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আফির আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর ভারত থেকে একটি নৌযানে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতিমধ্যে একটি খালি নৌযানে বাংলাদেশ থেকে ভারতের ময়ায় পাঠানো হয়েছে। উদ্বোধনের পরপরই পাঁচটি ট্রিপে বাংলাদেশ ও ভারতের পণ্য আমদানি-রপ্তানি করা হবে। প্রাথমিক পর্যায়ে এই পথে ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল, পাথর, মার্বেল, খনিজ বালু ছাড়াও বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলাদেশে আসবে। অন্যদিকে এই পথে বাংলাদেশ থেকে বস্ত্র, মাছ, পাট ও পাটজাত পণ্য ছাড়াও বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভারতে যাবে। জানা যায়, রাজশাহীর সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার নৌরুটের অনুমোদন ছিল। কিন্তু পদ্মার নাব্যসংকটে নৌপথ সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের ময়া নৌবন্দর পর্যন্ত ১৭ কিলোমিটার পদ্মা পাড়ি দিয়ে পণ্য পারাপার করা হবে। সুলতানগঞ্জ নৌঘাট রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে এক কিলোমিটার ভেতরে পদ্মা মহানন্দার মোহনায় অবস্থিত। সুলতানগঞ্জ পয়েন্টে পদ্মায় সারা বছর পানি থাকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ময়া নৌঘাট মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা শহরের কাছে ভারতীয় ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত। ফলে সুলতানগঞ্জ-ময়া পথে নৌবাণিজ্য শুরু হলে পরিবহন খরচ অনেক কমবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস