বাংলাদেশ

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে যাত্রী‌দের ভোগা‌ন্তি

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে প‌রিবহ‌নের ধীর‌গ‌তির কার‌ণে যাত্রী‌দের তীব্র ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে। এছাড়া মহাসড়‌কের কোথাও কোথাও যানজটের কারণে থে‌মে থে‌মে চলছে গাড়িগুলো। 
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার‌ দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেত‌ু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৮ কি‌লো‌মিটার অং‌শে প‌রিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এই সড়কটুকু‌তে কোথাও কোথাও প‌রিবহনগুলো থে‌মে যা‌চ্ছে। এছাড়া টাঙ্গাইল অং‌শের মহাসড়‌কের আর কোথাও যানজট বা প‌রিবহনের ধীর‌গ‌তি নেই। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার‌লে‌নের সু‌বিধা‌ভোগ ভোগ কর‌লেও প‌রের এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নের সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যাওয়ায় যানজ‌টের সৃষ্টি হয়। ফ‌লে ওই সড়‌কের যানজট চার‌লে‌নে গিয়ে পৌঁ‌ছেছে। 
এদি‌কে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে না‌ভিশ্বাস যাত্রী‌দের। মহাসড়‌কে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে তীব্র ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন তারা।    মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, গা‌ড়ি কোথাও থে‌মে নেই। একটার পেছনে আরেকটা প‌রিবহন চলাচল কর‌ছে। ঈদে প‌রিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি পাওয়ায় এমন প‌রি‌স্থিতির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। প্রতিবছরই ঈদের আগে এমন পরিস্থিতি তৈরি হয় মহাসড়‌কে।  এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে‌ছে। গা‌র্মেন্টসহ সকল প্রতিষ্ঠান বন্ধ হ‌য়ে যাওয়ায় এক সঙ্গে প‌রিবহ‌নের চাপ বাড়‌ছে। ত‌বে আস্তে আস্তে স্বাভাবিক হ‌চ্ছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস