বাংলাদেশ

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

  বন্যাকবলিত নোয়াখালী জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা এলাকা থেকে ধীরগতিতে পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ও শুক্রবার দিনভর ভারী বৃষ্টিপাত না হওযায় জেলায় কিছুটা পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল জানান, বৃহস্পতিবার জেলায় বন্যার পানি বেড়েছে ২১ সেন্টিমিটার, গতকাল কমেছে ৩ সেন্টিমিটার পানি। তবে ক্ষতিগ্রস্ত মানুষরা জানিয়েছেন পানি কমেছে আধা সেন্টিমিটার। 
এ দিকে জেলায় সীমিত হয়ে পড়েছে যানবাহন চলাচল। রেললাইন পানিতে তলিয়ে যাওযায় গতকাল থেকে নোয়াখালীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকালে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।   জেলার চৌমুহনী রেল স্টেশন মাষ্টার ফখরুল ইসলাম নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেন আসবে লাকসাম পর্যন্ত। 
  
দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলার ৮টি উপজেলার ৮৭ ইউনিয়ন ও ৭টি পৌর এলাকায় ৫০২টি আশ্রয় কেন্দ্রে ৭৬ হাজার ২৩১ জন মানুষ রয়েছেন। প্রয়োজনে আশ্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। পুরো এলাকায় ৮৮টি মেডিকেল টিম কাজ করছে।    এলএবাংলাটাইমস/আইটিএলএস