দুর্বল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন ও অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য কমিশনার নিয়োগ দেয়াও অাবশ্যক।
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন না-কি প্রার্থীসহ জনগণের ভূমিকা বেশি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএফডিসি।
এটিএম শামসুল হুদা বলেন, ‘বাংলাদেশে এই চেয়ারটিতে যোগ্য কমিশনার বসার জন্য অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু আমরা কখনো তাদের খোঁজ করি না। ফলে নির্বাচনের ক্ষেত্রে একটি অরাজকতা সৃষ্টি হয়। নির্বাচনের ক্ষেত্রে কমিশন দুর্বল হলে চলবে না। কমিশন দুর্বল হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া প্রসঙ্গে সাবেক এই সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে যোগ্য কমিশনার নিয়োগ দেয়া হলে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই যোগ্য কমিশন গঠন করতে হবে।’
ভারতীয় নির্বাচন কমিশনের উদাহরণ টেনে সাবেক সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য যেভাবে কাজ করি ভারতে এমন তৎপরতা সেভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু আমরা ভারতের মতো গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি না। আমরা ব্যর্থ হই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন না-কি প্রার্থীসহ জনগণের ভূমিকা বেশি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএফডিসি।
এটিএম শামসুল হুদা বলেন, ‘বাংলাদেশে এই চেয়ারটিতে যোগ্য কমিশনার বসার জন্য অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু আমরা কখনো তাদের খোঁজ করি না। ফলে নির্বাচনের ক্ষেত্রে একটি অরাজকতা সৃষ্টি হয়। নির্বাচনের ক্ষেত্রে কমিশন দুর্বল হলে চলবে না। কমিশন দুর্বল হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া প্রসঙ্গে সাবেক এই সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে যোগ্য কমিশনার নিয়োগ দেয়া হলে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই যোগ্য কমিশন গঠন করতে হবে।’
ভারতীয় নির্বাচন কমিশনের উদাহরণ টেনে সাবেক সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য যেভাবে কাজ করি ভারতে এমন তৎপরতা সেভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু আমরা ভারতের মতো গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি না। আমরা ব্যর্থ হই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি