প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদের পুনঃপ্রবর্তন এখন সময়ের দাবি।
বিচার বিভাগ পৃথকীকরণের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান বিচারপতি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাইকোর্ট বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্যপদে সময়মতো বিচারক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটছে। বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়ছে। তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন করা দরকার।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
বিচার বিভাগ পৃথকীকরণের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান বিচারপতি একথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাইকোর্ট বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্যপদে সময়মতো বিচারক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটছে। বিচার প্রার্থীদের ভোগান্তি বাড়ছে। তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তন করা দরকার।’
এলএবাংলাটাইমস/এন/এলআরটি