রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা নূরুল ইসলাম ওরফে মারজান এবং তার সহযোগী সাদ্দাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সিটির উপকমিশনার মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতদের একজন জেএমবির অন্যতম শীর্ষ নেতা মারজান এবং অপরজন তার সহযোগী সাদ্দাম। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাত পৌনে ৪টার দিকে লাশ দুটি ঢামেক হাসপাতালে আনা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সিটির উপকমিশনার মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতদের একজন জেএমবির অন্যতম শীর্ষ নেতা মারজান এবং অপরজন তার সহযোগী সাদ্দাম। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাত পৌনে ৪টার দিকে লাশ দুটি ঢামেক হাসপাতালে আনা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি