বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের ‘আন্ডারগ্রাউন্ডে’ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জলিল জানান, হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে রোগীদের জন্য রাখা বড় একটি ভ্যাকুয়া মেশিনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এদিকে আগুনের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনরা নিচে ছুটে আসেন। সংবাদ পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আগুন নিভে গেছে। হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি