বাংলাদেশ

নাসিরনগরে হামলায় জড়িত অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরেক আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত আটটার দিকে চাপরতলা এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

সুরুজ আলী চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ঘটনার পর জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। ঘটনার দিন উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় অংশগ্রহণ করেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে। গ্রেপ্তারকৃত একাধিক ব্যক্তি আদালতে জবানবন্দিতে তার জড়িত থাকার বিষয়টি বলেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে তার গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি