বিশ্বের ১৬৭ দেশের গণতন্ত্র সূচকে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইকোনমিস্টের ইনটেলিজেন্স ইউনিট এর করা ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গণতন্ত্র সূচক-২০১৬ তে ৯.৯৩ স্কোর নিয়ে ১৬৭ দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। এরপরে ৯.৫ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড, তৃতীয় স্থানে থাকা সুইডেনের স্কোর ৯.৩।
তালিকায় পাকিস্তান রয়েছে বাংলাদেশের পেছনে। বাংলাদেশ ৫.৭৩ পেয়ে ৮৪তম; যেখানে পাকিস্তান ৪.৩৩ স্কোর পেয়ে ১১১তম অবস্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের ওপরে রয়েছে ভারত; ৩২তম অবস্থানে থাকা ভারতের স্কোর ৭.৮১। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা (৬৬তম, স্কোর ৬.৪৮)।
বাংলাদেশের পরে রয়েছে ভুটান ৯৮তম (স্কোর ৪.৯৩) একই স্কোর নিয়ে কিরগিজস্তানও ৯৮তম, নেপাল ১০২তম (স্কোর ৪.৮৬)।
ইকোনমিস্টের ইনটেলিজেন্স ইউনিট বলছে, ২০১৫ সালে বিশ্বের ২০টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র থাকলেও ২০১৬ সালে তা কমেছে। ওই বছর বিশ্বের ১৯টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র বজায় ছিল। গণতন্ত্রের অবনমন ঘটেছে ৫৭ দেশে। যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ গণতন্ত্র দেশের তালিকা থেকে ছিটকে পড়েছে। দেশটি ঘণতন্ত্র সূচকে ২১তম অবস্থানে থাকলেও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় জায়গা পেয়েছে।
একই সঙ্গে ২০১৬ সালকে গণতান্ত্রিক মন্দার বছর হিসেবে তুলে ধরেছে ইকোনমিস্টের এই ইউনিট। এতে ৭২টি দেশের সার্বিক স্কোরে অবনতি ঘটেছে। এছাড়া গণতান্ত্রিক অবস্থার উন্নতি ঘটেছে ৩২টি দেশে।
নরওয়ে, আইসল্যান্ড, সুইডেনের পর গণতন্ত্র সূচকের শীর্ষ ১০ দেশের অন্য সাত দেশ হলো, নিউ জিল্যান্ড (চতুর্থ), ডেনমার্ক (পঞ্চম), কানাডা (ষষ্ঠ), আয়ারল্যান্ড (৭ম), সুইজারল্যান্ড (৮ম), ফিনল্যান্ড (৯ম), অস্ট্রেলিয়া (১০ম)।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
এতে বলা হয়েছে, গণতন্ত্র সূচক-২০১৬ তে ৯.৯৩ স্কোর নিয়ে ১৬৭ দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। এরপরে ৯.৫ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড, তৃতীয় স্থানে থাকা সুইডেনের স্কোর ৯.৩।
তালিকায় পাকিস্তান রয়েছে বাংলাদেশের পেছনে। বাংলাদেশ ৫.৭৩ পেয়ে ৮৪তম; যেখানে পাকিস্তান ৪.৩৩ স্কোর পেয়ে ১১১তম অবস্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের ওপরে রয়েছে ভারত; ৩২তম অবস্থানে থাকা ভারতের স্কোর ৭.৮১। তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা (৬৬তম, স্কোর ৬.৪৮)।
বাংলাদেশের পরে রয়েছে ভুটান ৯৮তম (স্কোর ৪.৯৩) একই স্কোর নিয়ে কিরগিজস্তানও ৯৮তম, নেপাল ১০২তম (স্কোর ৪.৮৬)।
ইকোনমিস্টের ইনটেলিজেন্স ইউনিট বলছে, ২০১৫ সালে বিশ্বের ২০টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র থাকলেও ২০১৬ সালে তা কমেছে। ওই বছর বিশ্বের ১৯টি দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র বজায় ছিল। গণতন্ত্রের অবনমন ঘটেছে ৫৭ দেশে। যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ গণতন্ত্র দেশের তালিকা থেকে ছিটকে পড়েছে। দেশটি ঘণতন্ত্র সূচকে ২১তম অবস্থানে থাকলেও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় জায়গা পেয়েছে।
একই সঙ্গে ২০১৬ সালকে গণতান্ত্রিক মন্দার বছর হিসেবে তুলে ধরেছে ইকোনমিস্টের এই ইউনিট। এতে ৭২টি দেশের সার্বিক স্কোরে অবনতি ঘটেছে। এছাড়া গণতান্ত্রিক অবস্থার উন্নতি ঘটেছে ৩২টি দেশে।
নরওয়ে, আইসল্যান্ড, সুইডেনের পর গণতন্ত্র সূচকের শীর্ষ ১০ দেশের অন্য সাত দেশ হলো, নিউ জিল্যান্ড (চতুর্থ), ডেনমার্ক (পঞ্চম), কানাডা (ষষ্ঠ), আয়ারল্যান্ড (৭ম), সুইজারল্যান্ড (৮ম), ফিনল্যান্ড (৯ম), অস্ট্রেলিয়া (১০ম)।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি